সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদারকে হত্যার চেষ্টায় ব্যার্থ হয়ে তার মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে একদল মুখশধারী সন্ত্রাসী। এর প্রতিবাদে উপজেলা বিএনপি সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় রায়গঞ্জ পৌর যুবদলের আহবায়ক বোরহান কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ব্রম্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, রায়গঞ্জ সেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদেছ হোসেন সোহান, ধানগড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন টপটেন। সমাবেশে বক্তারা তুষারের উপর হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তুষার তালুকদার ভূঞাগাঁতী থেকে বাড়ি ফেরার পথে দেওভোগ ব্রীজের পূর্ব পাশে একদল মুখোশধারী সন্ত্রাসী মোটর সাইকেলের গতিরোধ করে। তাকে হত্যার উদ্দেশ্য মারপিট করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় ওপর একটি মোটরসাইকেল পথযাত্রী দেওভোগ বাজারে গিয়ে লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লোকজন এসে তাকে উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম
রায়গঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ।
- 71
জনপ্রিয় সংবাদ
























