০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় সাংবাদিকের উপরে হামলা, থানায় অভিযোগ দায়ের 

নাটোরের সিংড়ায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি সাকিল (২৫) কে হত্যার উদ্দেশ্য মাথায় ইট দিয়ে রক্তাক্ত জখম এবং বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সে উপজেলার ইটালী ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ওই সাংবাদিক সাকিল হোসেন।
জানা গেছে, আহত সাংবাদিক শাকিল আহমেদ সকালে বুনকুড়ি বাজারে চা খেতে আসলে শালমাড়া গ্রামের মৃত মোহাম্মদ ফকিরের ছেলে মুনছের (৪৮) ও তার ছেলে শাকিল ফকির, ওই গ্রামের সাদ্দাম হোসেন, ইবাদত আলী, মোহাম্মদ আলী’সহ আরো ৩ থেকে ৪ জন দলবদ্ধ ভাবে আহত সাংবাদিক শাকিলের উপরে হামলা চালায়। এসময় সে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত মুনছের ফকিরদের বক্তব্যে নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলে তারা কল রিসিভ করেননি।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ বলেন, সাংবাদিক শাকিলের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। এতে সে গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি ( তদন্ত) বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ও হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

সিংড়ায় সাংবাদিকের উপরে হামলা, থানায় অভিযোগ দায়ের 

আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
নাটোরের সিংড়ায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি সাকিল (২৫) কে হত্যার উদ্দেশ্য মাথায় ইট দিয়ে রক্তাক্ত জখম এবং বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সে উপজেলার ইটালী ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ওই সাংবাদিক সাকিল হোসেন।
জানা গেছে, আহত সাংবাদিক শাকিল আহমেদ সকালে বুনকুড়ি বাজারে চা খেতে আসলে শালমাড়া গ্রামের মৃত মোহাম্মদ ফকিরের ছেলে মুনছের (৪৮) ও তার ছেলে শাকিল ফকির, ওই গ্রামের সাদ্দাম হোসেন, ইবাদত আলী, মোহাম্মদ আলী’সহ আরো ৩ থেকে ৪ জন দলবদ্ধ ভাবে আহত সাংবাদিক শাকিলের উপরে হামলা চালায়। এসময় সে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত মুনছের ফকিরদের বক্তব্যে নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলে তারা কল রিসিভ করেননি।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ বলেন, সাংবাদিক শাকিলের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। এতে সে গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি ( তদন্ত) বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ও হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।