চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) হত্যাসহ দুটি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে পৌরসদরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র্যাবের একটি যৌথ দল। শুক্রবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লাভুর বিরুদ্ধে ২০২৪ সালের ৩১ আগস্ট দায়ের হওয়া একটি হত্যা মামলা ও আরেকটি অপরাধ সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, নুরুল আহসান লাভু হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে থানার বাইরে থাকায় পরে যোগাযোগ করতে বলেন।
আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
























