লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার কাশীরাম গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরিফুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
























