দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন রতনের মা মনোয়ারা বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর চরতালিমাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোক করে বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১০ মে) সকাল ৯টায় জামপুর ইউনিয়নের মহজমপুর চরতালিমাবাদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশগ্রহণ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাব কর্তৃপক্ষ ও সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করেন।
























