ঈদগাঁওতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়েছে। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি কক্ষে এ অফিসের যাত্রা শুরু হয়েছে। দশ মে শনিবার সকাল দশটায় এ উপলক্ষে উক্ত অফিসে নব মনোনীত বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি মাস্টার মোহাম্মদ আমান উল্লাহ, স্বপন চৌধুরী, মোঃ জয়নুল আবেদীন ও হাফিজুর রহমান বাবলু।
বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারীশদের মধ্যে এতে উপস্থিত ছিলেন ইসলাম আহমদ, মোহাম্মদ হোছন, সতীন্দ্র মোহন দাশ, মিলন কান্তি পাল, ডাক্তার মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, নুরুল আজিম, আমানুল হক, খালেদুল ইসলাম, এরফানুল হক চৌধুরী, নুরুল আলম, আব্দু সালাম, কাজল রানী মল্লিক, আনিসুল ইসলাম ও নুরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী ও বীর মুক্তি যোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম এবং আব্দু সালাম জানান, নব মনোনীত মুক্তিযোদ্ধা প্রতিনিধি মাস্টার মোহাম্মদ আমান উল্লাহর প্রস্তাবের প্রেক্ষিতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অস্থায়ীভাবে এ কক্ষটিকে অফিস হিসেবে ব্যবহার করতে অনুমতি দিয়েছেন।
তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
























