লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক…ধ্বনিতে হজ্বে যাচ্ছেন হজ্ব যাত্রীগণ।একটি বিশ্বস্থ ও জবাবদিহিমুলক হজ্ব এজেন্সি আব্দুল আলিম হজ্ব ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারেও সলঙ্গা, তাড়াশ,উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার ৯৬ জন হজ্বযাত্রী কাফেলা হজ্বের উদ্দেশ্যে রওনা হয়েছেন।আজ রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে হজ্বযাত্রীসহ তাদের আপনজন,আত্মীয় স্বজন ও সলঙ্গাবাসীকে নিয়ে মহান আল্লাহর দরবারে এক বিশেষ মোনাজাত করা হয়। সকল হজ্বযাত্রীরা যেন সুষ্ঠ,সুন্দর পরিবেশে হজ্ব সম্পাদন করে সুস্থ্য শরীরে আবারো পরিবারের মাঝে ফিরে আসতে পারে এ কামনায় দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায়
মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গার আমশড়া সিনি: ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ (অব:) মাও: আফসার আলী।সলঙ্গায় সবার পরিচিত হোটেল আব্দুল আলিম এন্ড মিস্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী ও আব্দুল আলিম হজ্ব ট্রাভেলস্ এন্ড ট্যুরিস্ট এর ব্যবস্থাপনায় প্রতি বছরই হজ্বযাত্রীরা মক্কা-মদীনায় নিরিবিলি স্থানে থাকা,খাওয়াসহ সুষ্ঠ পরিবেশে হজ্ব ও ওমরা সম্পাদন করে আসছেন।এরই ধারাবাহিকতায় এবারেও ১৩ তম ধাপে ৯৬ জন হজ্বযাত্রী হজ্বের উদ্দেশ্যে রওনা হয়।
শিরোনাম
সলঙ্গার আব্দুল আলিম হজ্ব কাফেলার মাধ্যমে ৯৬ জন হজ্বযাত্রী হজ্বে গমন
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- ।
- 58
জনপ্রিয় সংবাদ
























