কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ৩ জুয়াড়িকে আটক করে রাজারহাট থানার পুলিশ। শনিবার ১০ই মে দিবাগত রাতে রাজারহাট থানার চৌকস একটি টিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উলিপুর উপজেলার খামার আপুয়ারখাতা গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র মোঃ বাবু (৫৫), উপজেলার নাজিমখান মৌজার মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ নুরজামাল (৪০) ও উলিপুর উপজেলার চর রতিদেব মৌজার শুটকুর ছেলে মোঃ রাসেল(১৮)। এসময় তারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ছিলেন। পুলিশি অভিযানে বাকি সদস্যরা পালিয়ে যায়। পুলিশ জানায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার বোড থেকে ডাবু খেলার গুটি ১১টি, ডাবু ১টি, জুয়া খেলায় ব্যবহৃত ব্যাটারী ১টি ও লাইট ১টি, জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি ফর ও জুয়া খেলার নগদ ১০,৭৫০/- (দশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বলেন আমাদের একটি টিম শনিবার দিবাগত রাতে বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করি এবং রবিবার ১১ই মে দুপুরে মামলার প্রক্রিয়া সম্পন্ন করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছি। আমাদের পক্ষ থেকে যুব সমাজকে মাদক ও জুয়ার ছোবল থেকে বিরত থাকার আহ্বান আমাদের সবসময় রয়েছে। মাদক জুয়া সহ প্রতিটি অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।























