ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান সুস্থ-সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃত, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক , বুদ্ধিজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহর জানাজার নামাজ রবিবার দিবাগত রাত ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মোক্তারদির মোল্লা মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়েছে।
হাজারো লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজের অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, আজম ওবায়দুল্লাহর ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারণ হয়ে থাকবে। ইসলামি আন্দোলনের জন্য চাকুরী হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তার শূন্যতা অপুরণীয়। তাঁকে হারিয়ে আমরা শোকাহত। এ শোক সহিবার শক্তি মহান আল্লাহর নিকট কামনা করছি।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমির, আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেকণেটারী এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী, আলহাজ শাজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ড. মো. রেজাউল করিম, বিডিপির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা মো. মহিববুল্লাহসহ, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন,সেক্রেটারী কাজী হারুনুর রশীদ,ভোলা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করীম,ভোলা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন সেক্রেটারী মাওলানা আবুল কাশেম। এদিকে
তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভোলা ৪ চরফ্যাশন – মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক চরফ্যাশনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়ন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনতেকাল করেন।
শিরোনাম
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ আজম ওবায়দুল্লাহর দাফন সম্পন্ন
-
চরফ্যাশন ভোলা প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- ।
- 75
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
জনপ্রিয় সংবাদ























