লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকার আয়ুব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় হাফেজ আলীর ছেলে হাবিব ও তার সহযোগীরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে হাবিব ও তার দলবল তিন সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিকরা হলেন-দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবানীর প্রতিনিধি খাইরুল আলম এবং দৈনিক গণতদন্তের প্রতিনিধি রব্বানী আহমেদ।
এলাকাবাসী জানায় , হাবিব একটি ধর্ষণচেষ্টা মামলার আসামি। মামলার বাদী আয়ুব আলীর বাড়িতে আজ সকালে সে তার দলবল নিয়ে হামলা চালায়। পরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধর করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং লিডার হাবিবসহ অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”























