১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ-ইন,নারী-শিশুসহ আটক ২০

Oplus_16777216

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে (পুশইন) দিয়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে। এদের মধ্যে ৭ জন শিশু এবং ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন। বিজিবি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশ-ইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতে সক্ষম হন। পরে বিজিবি এসে ওই ১১ জনকে নিয়ে যায়। আটকদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয়, বুধবার দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তারা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে গেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৯ জন কে গ্রেফতার করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটকদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে,তারা বাংলাদেশি নাগরিক কিনা,বাংলাদেশি নাগরিক হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ-ইন,নারী-শিশুসহ আটক ২০

আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে (পুশইন) দিয়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে। এদের মধ্যে ৭ জন শিশু এবং ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন। বিজিবি জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশ-ইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতে সক্ষম হন। পরে বিজিবি এসে ওই ১১ জনকে নিয়ে যায়। আটকদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয়, বুধবার দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তারা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে গেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৯ জন কে গ্রেফতার করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটকদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে,তারা বাংলাদেশি নাগরিক কিনা,বাংলাদেশি নাগরিক হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।