০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে দিনব্যাপী পুষ্টি মেলায় সুষম খাদ্য নিয়ে আলোচনা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দেওয়ানগঞ্জ চিকাজানী এলাকায় এ মেলার আয়োজন করে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্প।
মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী আয়োজনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে নানা তথ্য ও বার্তা তুলে ধরা হয়।

পুষ্টি মেলায় প্রধান আলোচ্য বিষয় ছিল, খাদ্য নিরাপত্তা, অনিরাপদ খাদ্যের কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, নিরাপদভাবে রান্না এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস। এছাড়া কিভাবে পরিবেশবান্ধব উপায়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা যায় এবং আয়ের মাধ্যমে পুষ্টি উন্নয়ন সম্ভব—তাও তুলে ধরা হয়।
মেলায় ছয়টি থিমভিত্তিক সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। এগুলো হলো: ১. পরিবেশবান্ধব পারিবারিক পুষ্টি বাগান, ২. পারিবারিক পুষ্টি ও সুষম খাবার, ৩. নিরাপদ খাদ্য কর্নার, ৪. কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ৫. নারী-পুরুষের সমতায় পুষ্টির প্রভাব ও ৬. পারিবারিক পুষ্টি উন্নয়নে আয়ের ভূমিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কমিউনিটি হেলথ প্রোভাইডার মোখলেসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম আখি।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

জামালপুরে দিনব্যাপী পুষ্টি মেলায় সুষম খাদ্য নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দেওয়ানগঞ্জ চিকাজানী এলাকায় এ মেলার আয়োজন করে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্প।
মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী আয়োজনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে নানা তথ্য ও বার্তা তুলে ধরা হয়।

পুষ্টি মেলায় প্রধান আলোচ্য বিষয় ছিল, খাদ্য নিরাপত্তা, অনিরাপদ খাদ্যের কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, নিরাপদভাবে রান্না এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস। এছাড়া কিভাবে পরিবেশবান্ধব উপায়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা যায় এবং আয়ের মাধ্যমে পুষ্টি উন্নয়ন সম্ভব—তাও তুলে ধরা হয়।
মেলায় ছয়টি থিমভিত্তিক সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। এগুলো হলো: ১. পরিবেশবান্ধব পারিবারিক পুষ্টি বাগান, ২. পারিবারিক পুষ্টি ও সুষম খাবার, ৩. নিরাপদ খাদ্য কর্নার, ৪. কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ৫. নারী-পুরুষের সমতায় পুষ্টির প্রভাব ও ৬. পারিবারিক পুষ্টি উন্নয়নে আয়ের ভূমিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কমিউনিটি হেলথ প্রোভাইডার মোখলেসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম আখি।
এমআর/সব