নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনারকান্দি গ্রামের ১১ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে।
উপজেলার মোগড়াপারা ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে। মুবাসসির নিজ মাদ্রাসার গোসলখানায় সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।
নিহত মুবাসসিরের পিতা আবু তালেব জানিয়েছেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই দিন শুরু করলেও, দুপুরে হঠাৎ করেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাদ্রাসার গোসলখানায় থাকা একটি স্টেইনলেস স্টিলের কাপড় রাখার পাইপে পায়জামা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদ্রাসা ছাত্র মুবাসসিরের এমন অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। সকলেই শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমআর/সব
শিরোনাম
সোনারগাঁয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের আত্মহত্যা, পরিবারে শোকের ছায়া
-
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- ।
- 222
জনপ্রিয় সংবাদ
























