জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণকৃত ভিজিডি চাল বিতরণে টাকা আদায় করায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (রিপন), শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া ও যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বাবু।
জানা যায়, উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে ২০০-৩০০ টাকা করে আদায় করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও বুধবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইজবুক) ছড়িয়ে পড়ে। এছাড়া দৈনিক সবুজ বাংলাসহ বিভিন্ন পত্রিকায় নিউজ হলে এ নিয়ে জনমনে শুরু হয় নানান আলোচনা সমালোচনা।
পরে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নজরে আসলে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের স্ব-স্ব দায়িত্বে থাকা পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এমআর/সব
শিরোনাম
জামালপুরে ভিজিডি চাল বিতরণে টাকা আদায়, বিএনপির ৩ নেতা বহিষ্কার
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- ।
- 169
জনপ্রিয় সংবাদ
























