শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারজানা (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর পণ্ডিতপাড়া গ্রামে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে।
নিহত ফারজানা ওই গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, রবিবার সকালে গৃহবধূ ফারজানা বাড়ির পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
























