হাটহাজারীতে রাশেদা আক্তার বাচু (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাত দশটার দিকে পৌরসভার ৭নং ওয়াডস্থ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। তারপরের দিন বাড়ি থেকে রাশেদা আক্তার বাচু নামের তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। শনিবার (২৪ মে) রাত ৭টার দিকে হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ঐ এলাকার গুরা মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। নিহত গৃহবধূ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার মৃত সিদ্দিক আহমেদের মেয়ে বলে জানা গেছে। নিহত রাশেদা আক্তার ২ মেয়ে ১ পুত্র সন্তানের জননী।
শনিবার সন্ধ্যা ৬টায় স্বামীর নির্যাতনে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান। তবে থানা সূত্রে জানা যায়, মারা যাওয়া গৃহবধূর মাথায় গভীর জখম আছে। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে!
খালেক নামে স্থানীয় সমাজের মাতবর এ প্রতিবেদক কে জানান, কয়েকদিন আগে তারা স্বামী স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঝগড়া হয়। সেখান থেকে তারা চলে আসেন। কিন্তু শুক্রবার গৃহবধূরর ভাইয়েরা এসে স্বামীকে মারধর করে। এরপর সে (স্বামী গুরা মিয়া) বাড়ি থেকে চলে যায়। রাতে সে আর আসেনি। কিন্তু আজ শনিবার বিকালে বাড়িতে এসে দেখেন স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বামী স্ত্রীর লাশ নামিয়ে নেয়ার সময় মাথায় আঘাত লেগেছে। তার আগে মারা যাওয়া গৃহবধূ ৪ পাতা ঘুমের ওষুধ খেয়েছেন। তবে এখন সে কি আত্মহত্যা করেছে নাকি হত্যা কিছুই বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে জানা যাবে প্রকৃত ঘটনা। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, পৌরসভার আদর্শ গ্রামে বাচু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসি স্যার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। গৃহবধূর মাথায় জখম আছে। এ ঘটনায় স্বামী গুরা মিয়া কে আটক করা হয়েছে। লাশ এখনও থানায় আছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- ।
- 181
জনপ্রিয় সংবাদ
























