০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবির লোকপ্রশাসন বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেট ফেডারেশন উদ্যোগে ‘পিএডিএফ-সিইউ ইন্টারভার্স ১.০-ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশনে’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) লোকপ্রশাসন বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন , লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, কোষাধ্যক্ষ নূর হোসেন নিজামী, প্রচার সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পিএডিএফ-সিইউ এর সভাপতি মেহেরুন্নেসা খানম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২৪টি টিম অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী চলমান এই বিতর্ক উৎসবে মোট ৬ রাউন্ড বিতর্ক এর মধ্য দিয়ে ফাইনালে বিজয় লাভ করেছে অর্থনীতি বিভাগ এবং রানার-আপ হয়েছে পরিসংখ্যান বিভাগ।
বিজয়ী দলের সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইলহাম সারার, রামিশা চৌধুরী ও নাফিজ ইমতিয়াজ। বিজেতা দলের সদস্যরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ সিয়াম, অংকিতা চক্রবর্তী ও জোবায়ের সরকার। এ ছাড়া ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল শেখ এবং ডিবেটর অফ দ্যা ফাইনাল হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ইমতিয়াজ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। তিনি তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করতে উৎসাহিত করেন।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

একীভূত নয়, ‘সংযুক্ত’ কাঠামোয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

চবির লোকপ্রশাসন বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেট ফেডারেশন উদ্যোগে ‘পিএডিএফ-সিইউ ইন্টারভার্স ১.০-ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশনে’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) লোকপ্রশাসন বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন , লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, কোষাধ্যক্ষ নূর হোসেন নিজামী, প্রচার সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পিএডিএফ-সিইউ এর সভাপতি মেহেরুন্নেসা খানম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২৪টি টিম অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী চলমান এই বিতর্ক উৎসবে মোট ৬ রাউন্ড বিতর্ক এর মধ্য দিয়ে ফাইনালে বিজয় লাভ করেছে অর্থনীতি বিভাগ এবং রানার-আপ হয়েছে পরিসংখ্যান বিভাগ।
বিজয়ী দলের সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইলহাম সারার, রামিশা চৌধুরী ও নাফিজ ইমতিয়াজ। বিজেতা দলের সদস্যরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ সিয়াম, অংকিতা চক্রবর্তী ও জোবায়ের সরকার। এ ছাড়া ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল শেখ এবং ডিবেটর অফ দ্যা ফাইনাল হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ইমতিয়াজ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। তিনি তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করতে উৎসাহিত করেন।
এমআর/সব