১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

Oplus_16777216

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাতেও পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে বুধবার (২৮ মে) সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

 

দিনের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মেডিকেল মোড় ঘুরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, পুষ্টি হলো জীবনের মৌলিক চাহিদার অন্যতম। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাছেন আলী ও সেক্রেটারি রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রতিনিধি মিজানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাফায়েতুল করিম, আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাতেও পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে বুধবার (২৮ মে) সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

 

দিনের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মেডিকেল মোড় ঘুরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, পুষ্টি হলো জীবনের মৌলিক চাহিদার অন্যতম। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাছেন আলী ও সেক্রেটারি রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রতিনিধি মিজানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাফায়েতুল করিম, আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।