বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামীকাল বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এতে করে, ৩০ ও ৩১ মে ফেনী ও ফেনীর উজানে ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে বন্যার আশংকা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনু্ষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আসন্ন দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক জনসাধারণকে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোশারফ হোসেন, সেনাবাহিনী ফেনী ক্যাম্পের ইনচার্জ মেজর আরেফীন শাকিল, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ জেলার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগের দপ্তর প্রধান, স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিপিবি, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
এমআর/সব
শিরোনাম
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
ফেনীবাসীকে আতংকিত না হওয়ার আহবান জেলা প্রশাসকের
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- ।
- 135
জনপ্রিয় সংবাদ




















