সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
এ সময় উন্মুক্ত বাজেট ঘোষণার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, শরিফুল ইসলাম। বাজেট পাঠ করেন, ইউপি সচিব মাহবুবুর রহমান।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৪ কোটি ২২ লাখ ১ হাজার ১শ’ ১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২২ লাখ ১ হাজার ১শ’ ১ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার ১শ’ ৩০ টাকা।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আরফিনুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আবু সামা সরকার, ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: জাকারিয়া, উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসানসহ ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
























