উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আশংকা নেই ঘূর্ণিঝড়ের তবে নিম্নচাপের প্রভাবে বেড়েছে জোয়ারের পানি। গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক জনের মৃত্যু। নিম্নচাপের প্রভাবে বেড়েছে জোয়ারের পানি। সমুদ্র উত্তাল থাকায় মহেশখালী কুতুবদিয়া নৌ যান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপ উপজেলার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত মাতারবাড়ির সাইরার ডেইল, নয়া পাড়া ও সাইড পাড়ায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশের আতংকে হাজার হাজার মানুষ।
২৯ মে, বেলা ১ টায় উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে দানু মিয়া (৪২) একজনের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়,দানু মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিল।
এদিকে, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের পুত্র।
অপরদিকে বৃষ্টিপাতের কারণে পানিবন্দি হয়ে পড়েছে উখিয়া উপজেলার কোর্টবাজার বড়ুয়া পাড়ার ৩০টি পরিবার। বাড়িতে পানি ঢুকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দি এসব মানুষের দিন।
পানিবন্দি অবস্থায় সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অজিত বড়ুয়া। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে দেখার জন্য নির্দেশনা দেন ইউএনও। অজিত বড়ুয়া জানান, হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি যাওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় সাগরে পানি বৃদ্ধি পেয়ে বসতবাড়িতে প্রবেশ করেছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো: আব্দুল হান্নান বলছেন, নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে, তবে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। গভীর নিম্নচাপটি কক্সবাজার উপকূলে আঘাত হানার কোন সম্ভাবনা নেই। আজ ও কাল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ১-২ দিন থাকবে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কক্সবাজারে মোট ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি। তবে বুধবার টেকনাফে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এমআর/সব
শিরোনাম
কক্সবাজারের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত, একজনের মৃত্যু
-
স্টাফ রিপোর্টার, কক্সবাজার - আপডেট সময় : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ।
- 204
জনপ্রিয় সংবাদ
























