বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিরগন্জ উপজেলার উপকূলীয় অঞ্চল জোয়ারের পানি ডুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে জোয়ারের তীব্রতা বেড়ে এ সমস্ত এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
প্লাবিত এলাকা গুলো হলো- দক্ষিণ চরদরবেশ, উত্তর চরদরবেশ, পশ্চিম চরদরবেশ, বগাদানা ইউনিয়নের উপকূলীয় অঞ্চল, ছোট ফেনী নদীর ভেংঙ্গে যাওয়া মুছাপুর রেগুলেটর এলাকা, বাংলা বাজার, তৎসংলগ্ন কোম্পানিগন্জ এলাকা, আটনং চরএলাই, চারনং ও ৫নং ওয়াডের নতুন বেড়িবাঁধ এলাকা সহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এবং নতুন করে প্লাবিত হচ্ছে।
নিম্নাঞ্চল গুলোর অনেক জায়গায় বাড়ি-ঘর, দোকানপাট, মৎস্য ঘের, সড়ক, ফসল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন জনসাধারণকে আতংকগ্রস্থ না হতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং ফেনী নদীর পানি সতর্ক সংকেত বিপদ সীমার নিচে রয়েছে বলে জানান।
চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম জানান, নদী উপকূলীয় নিম্নাঞ্চল গুলো ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। জোয়ারের পানিতে এ সব এলাকায় পানি ডুকেছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জনসাধারণ ভয় পাওয়ার কিছু নেই। ফেনী নদীর পানি বিপদসীমা নিচে রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে শঙ্কা কমে যাবে। আমাদের সকল সেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুুত রেখেছি।
এমআর/সব
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সোনাগাজী-কোম্পানিগন্জের নিম্নাঞ্চল প্লাবিত
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ।
- 148
জনপ্রিয় সংবাদ
























