বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদলের রবিউল ইসলাম টিপু ৪শ’ শিক্ষার্থীর মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছগুলো বিতরণ করা হয়। এরমধ্যে ২০০ নিম গাছ ‘জিয়া ট্রি’ ও ২০০ নানাপ্রকারের ফলজ গাছ রয়েছে।
রবিউল ইসলাম টিপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেএই ক্ষুদ্র প্রয়াস। গাছ রোপন করা মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
গাছ বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক কোমলমতি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এমআর/সব
























