লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় রেলের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে বাধাগ্রস্ত হন রেলওয়ে ম্যাজিস্ট্রেট।
রবিবার ১ জুন সকালে বড়খাতায় রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এতে ম্যাজিস্ট্রেট ও রেলওয়ে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম বাধার সম্মুখীন হয়।
হাতীবান্ধার বড়খাতা রেলস্টেশনের পাশে রেলওয়ে পুকুরের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের মুখে পড়ে। অভিযান চলাকালে স্থানীয় লোকজন এসে অপারেশন বন্ধ করে দেয়।
রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আজ সকালে বিশেষ অভিযান শুরু করে রেলওয়ের ভূমি বিভাগের একটি দল। উচ্ছেদ অভিযান শুরুর কিছুক্ষণ পরই স্থানীয় বাসিন্দা ও দখলদাররা বাধা প্রদান করে। ফলে পুরো অভিযান বাধাগ্রস্ত হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রেলের জমিতে স্থানীয় লোকজন দোকানপাট ও গৃহহীন পরিবার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।গতকাল রাতে বাজারে মাইকে ঘোষণা দিয়ে আজকে রেলকতৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আসেন।
স্থানীয় ব্যবসায়ী ও ফকিরপাড়ার ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, আমরা যারা রেলের জমি লিজ নিয়ে ব্যবসা করি আমরা নিয়মিত খাজনা পরিশোধ করি কিন্তু কয়েক বছর থেকে আমরা খাজনা দিতে চাইলে রেল কতৃপক্ষ খাজনা নেয় না।
এ ঘটনায় অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট’র বক্তব্য জানতে চাইলে কিছু না বলে অভিযান বন্ধ করে চলে যান।
এমআর/সব
শিরোনাম
হাতীবান্ধায় রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা
-
হাতীবান্দা প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- ।
- 84
জনপ্রিয় সংবাদ


























