০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

oplus_2

খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টারের স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে দীঘিনালা উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে গিয়ে দেখা যায়  নৌকা দিয়ে মানুষ পাড়াপাড় হচ্ছে। লংগদু গামী পণ্য বুঝাই ট্রাক আটকা  পরে আছে সড়কে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, হাজাছড়ার একাংশ, কুমিল্লা পাড়া, ৩ নম্বর কলোনি ও মেরুং বাজারের কিছু অংশ প্লাবিত হয়েছে।

 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। পাশাপাশি ছোবাহানপুর আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ২টি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।”

 

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, শনিবার দুপুরে থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টারের স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে দীঘিনালা উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে গিয়ে দেখা যায়  নৌকা দিয়ে মানুষ পাড়াপাড় হচ্ছে। লংগদু গামী পণ্য বুঝাই ট্রাক আটকা  পরে আছে সড়কে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, হাজাছড়ার একাংশ, কুমিল্লা পাড়া, ৩ নম্বর কলোনি ও মেরুং বাজারের কিছু অংশ প্লাবিত হয়েছে।

 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। পাশাপাশি ছোবাহানপুর আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ২টি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।”

 

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, শনিবার দুপুরে থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।