নাটোরের সিংড়ায় চায়না দূয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাত লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন।
সোমবার সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুত রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭) কে পাঁচ হাজার টাকা এবং খালিদ(২৯)কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সিংড়া কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমআর/সব
শিরোনাম
সিংড়ায় সাত লক্ষ টাকার অবৈধ নিষিদ্ধ জাল ধ্বংস
-
সিংড়া (নাটোর) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- ।
- 58
জনপ্রিয় সংবাদ
























