শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা।
সোমবার (২ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর ও শহীদ মো. ফরহাদ হোসেন হলের আঙ্গিনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। এ কর্মসূচির উদ্বোধন করেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদের সঞ্চলনায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চবি ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন মিজবাহ, মোঃ শাফায়াত হোসেন , মোস্তাফিজুর রহমানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘‘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম কর্মসূচি ছিল বৃক্ষরোপণ করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য।
চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, ‘‘আমরা চবি ছাত্রদল তিন ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আজকে এই কর্মসূচির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ঈদ পরবর্তী সময় আমরা বাকি ধাপ গুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ।’’
এমআর/সব
শিরোনাম
শহীদ জিয়াউর রহমানের স্মরণে চবি ছাত্রদলের বৃক্ষরোপণ
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- ।
- 324
জনপ্রিয় সংবাদ
























