চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন হালদা নদীর পাড় মাছুয়াঘোনা হ্যাচারিতে হালদার ডিম উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জনি’র সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
ডিম উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বোয়ালখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাইম হাসান এবং উপজেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা মোছাম্মদ মেহেরুনেচ্ছা। মো. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাটহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মুনছুর আলী, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মো. শফিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং ডিম সংগ্রহকারী মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।
























