০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোজাম্মেল হক কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দু’বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোজাম্মেল হক কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দু’বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআর/সব