রাজবাড়ীর সদর উপজেলার গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি আভিযানিক দল।
সোমবার (২ জুন) দিনগত রাত সোয়া ২ টার দিকে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, উদ্ধারকৃত রিভলবারটি বর্তমানে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/সব
শিরোনাম
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানি রিভলবার উদ্ধার
-
স্টাফ রিপোর্টার রাজবাড়ী - আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- ।
- 128
জনপ্রিয় সংবাদ
























