দীর্ঘ সাত মাস বিরতির পর আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচগুলোর জন্য এখন নিজেকে প্রস্তুত করছেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৪ সালের নভেম্বরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মেসিকে। পেশির চোটে খেলা হয়নি মার্চের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে। তাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
সোমবার (২ জুন) বুয়েনস এইরেসের উপকণ্ঠে তার নামে করা ট্রেনিং কমপ্লেক্সে দলের অনুশীলনে যোগ দিয়েছেন মেসি।
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এখন ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। শুক্রবার বাংলাদেশ সময় চিলির বিপক্ষে সকাল ৭টায় মাঠে নামবে তারা। এরপর তারা বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে কলম্বিয়াকে আতিথ্য দেবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা বুধবার জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
এমআর/সব
শিরোনাম
সাত মাস পর আর্জেন্টিনার অনুশীলনে মেসি
-
সবুজ বাংলা অনলাইন স্পোর্টস ডেস্ক - আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- ।
- 95
জনপ্রিয় সংবাদ


























