পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন হাটবাজারে কামারদের দোকানে বেড়েছে ব্যস্ততা। বড়দীঘিরপাড়, হাটহাজারী মেইন রোড, আমানবাজার, মদুনাঘাট, নাজিরহাটসহ নানা স্থানের কামাররা দিনরাত কাজ করে যাচ্ছেন। দোকানগুলোর সামনে দেখা যাচ্ছে ভিড় – সবাই ছুরি, চাপাতি, দা-বঁটি তৈরি বা শান দিতে আসছেন।
কামাররা জানাচ্ছেন, সারা বছর কিছুটা সময় কাজ থাকলেও কোরবানির আগের ২০-২৫ দিন তাদের কাছে সবচেয়ে ব্যস্ত। প্রতিদিন সকালে দোকান খুলে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। অনেকে বাড়তি লোক নিয়োগ দিয়েছেন যাতে অর্ডার অনুযায়ী সময়মতো কাজ শেষ করা যায়।
দোকানে তৈরি হচ্ছে বড় চাপাতি, ছুরি, দা, বঁটি, কুড়াল ইত্যাদি। অনেকেই পুরনো ছুরি-বঁটি শান দিতে নিয়ে আসছেন। হাটবাজার ঘুরে দেখা গেছে, মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। কেউ কিনছেন নতুন জিনিস, কেউ পুরনো ঠিক করাচ্ছেন।
স্থানীয় কামাররা বলছেন, এ বছর একটু বেশি দাম হলেও বিক্রি ভালো হচ্ছে। সাধারণ ছুরি ১৫০-২৫০ টাকায়, চাপাতি ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মান ও আকৃতি অনুযায়ী দাম ভিন্ন।
স্থানীয়রা জানান, হাটহাজারীর কামাররা দক্ষ ও অভিজ্ঞ। তাদের তৈরি যন্ত্রপাতি বেশ টেকসই ও ধারালো হয়। তাই অনেকে চট্টগ্রামের বাইরের জায়গা থেকেও এখানে অর্ডার দিতে আসছেন।
কোরবানির ঈদ ঘিরে এই আয়ের সুযোগে খুশি কামাররা। অনেকেই বলেন, “এই সময়টায় ভালো আয় হয়, পরিবারের খরচ মেটানো যায়, আর এই পেশার প্রতি মানুষের আস্থা দেখে ভালোই লাগে।”
























