খাগড়াছড়িতে আনসার ভিডিপি ভাতাভোগীদের মাঝে সকাল দশটায় খাগড়াছড়ি পোর টাউন হলে এ আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ৩ হাজার ৬ শত ৬৫ জন সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি ড: মোহাম্মদ সাইফুর রহমান উপ মহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেন্জ ঈদ সামগ্রী সদস্যদের মাঝে বিতরণ করেন। এ সময় তিনি বলেন পাহাড়ে আনসার ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসহ সব দুর্যোগে কাজ করছে এ বাহিনী। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এখানকার সকল ভাতাভোগীদের ঈদেসামগ্রিক প্রদান করছেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমমার হোসেন সি ও ,কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়ন। । ঈদ সামগ্রীতে সাতটি আইটেম রয়েছে। সেমাই চিনি সুজি তেল নুডুলস চাল গুড়া দুধ রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আরিফুর রহমান জেলা কমান্ডেন্ট খাগড়াছড়ি। তিনি বলেন মহাপরিচালক পরপর দুইবার ঈদ সামগ্রী প্রদান করেছেন। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ( বক্সপফ৩টি) ভাতাভোগীরা ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী পেয়ে মহা খুশি। তারা মহাপরিচালক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
























