আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সময় সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ফেনী পৌরসভা। পৌর প্রশাসক গোলাম মো. বাতেন জানান, এবার ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
বুধবার (৪ জুন) এ পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তুত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বুধবার থেকেই সরবরাহ শুরু হবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আমরা এ বছর লক্ষ্য নিয়েছি, দুপুর ১২টা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ করব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে ১৪০ জন কর্মী। বর্জ্য পরিবহনের জন্য পিকআপ ও ট্রাক ভাড়া করা হয়েছে। যাতে দ্রুত বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা ও জীবাণুনাশক প্রয়োগ নিশ্চিত করা যায়।
পৌর প্রশাসক বলেন, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীরা প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য অপসারণে ১৪০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। এজন্য
তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এমআর/সব
শিরোনাম
ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন
৭ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ।
- 105
জনপ্রিয় সংবাদ
























