০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ফেনী  পৌর প্রশাসক গোলাম মো. বাতেন

৭ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সময় সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ফেনী পৌরসভা। পৌর প্রশাসক গোলাম মো. বাতেন জানান, এবার ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
বুধবার (৪ জুন) এ পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তুত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বুধবার থেকেই সরবরাহ শুরু হবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আমরা এ বছর লক্ষ্য নিয়েছি, দুপুর ১২টা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ করব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে ১৪০ জন কর্মী। বর্জ্য পরিবহনের জন্য পিকআপ ও ট্রাক ভাড়া করা হয়েছে। যাতে দ্রুত বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা ও জীবাণুনাশক প্রয়োগ নিশ্চিত করা যায়।
পৌর প্রশাসক বলেন, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীরা প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য অপসারণে ১৪০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। এজন্য
তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

ফেনী  পৌর প্রশাসক গোলাম মো. বাতেন

৭ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

আপডেট সময় : ০৪:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সময় সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ফেনী পৌরসভা। পৌর প্রশাসক গোলাম মো. বাতেন জানান, এবার ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
বুধবার (৪ জুন) এ পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তুত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বুধবার থেকেই সরবরাহ শুরু হবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আমরা এ বছর লক্ষ্য নিয়েছি, দুপুর ১২টা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ৭ ঘণ্টার মধ্যে পুরো শহরের কোরবানির বর্জ্য অপসারণ করব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে ১৪০ জন কর্মী। বর্জ্য পরিবহনের জন্য পিকআপ ও ট্রাক ভাড়া করা হয়েছে। যাতে দ্রুত বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা ও জীবাণুনাশক প্রয়োগ নিশ্চিত করা যায়।
পৌর প্রশাসক বলেন, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন, জীবাণুনাশক ও পরিচ্ছন্নতাকর্মীরা প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার বর্জ্য ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য অপসারণে ১৪০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। এজন্য
তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এমআর/সব