জামালপুর শহরে ট্রাকে করে চুরির গরু রাজধানীতে নেয়ার সময় সাতটি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পোপুর ঈদগাহ মাঠ এলাকার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, গতকাল রাতে জেলা শহর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন খামার থেকে গরুগুলো চুরি করে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল চোরচক্র। চোরচক্রের সদস্য সংখ্যা ছিল ৯ জন। রাতভর অভিযান চালিয়ে কম্পোপুরে পুলিশের চেকপোস্টে সাতটি গরুসহ জামাল ও হানিফকে আটক করা হয়। এ সময় আরও সাতজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার হওয়া গরুগুলো মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
এমআর/সব
শিরোনাম
জামালপুরে ৭ গরুসহ চোরচক্রের দুই সদস্য আটক
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৬:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ।
- 92
জনপ্রিয় সংবাদ
























