পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে বিদ্যুতায়িত হয়ে রব্বানী (৩২), শাহিন আলম (৩৫) ও জামিদুল ইসলাম (২৩) নামে তিন শ্রমিক নিহত হয়েছে। আজ ৪ জুন বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় জমিতে ভুট্টা তুলতে গিয়ে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। আহত অবস্থায় শ্রমিক রব্বানী, শাহিন আলম ও জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী বলেন, ওই ভুট্টাক্ষেতের ওপর দিয়ে বিদু্যুতের তার গেছে। একটি তার ছিঁড়ে নিচে পড়ে ছিল। ১৪ জন শ্রমিক ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল। লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুতায়িত হন। মর্মান্তিক এই প্রাণহানি ঘটে। এঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন তারা। নিহত শাহিন আলমের ভাই শাহিনুর রহমান বলেন, বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই আমার ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। যদি লাইনগুলো নিয়মিত চেক করা হতো, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কাশেম বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, বুধবার সকালে বিদ্যুতায়িত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ।
- 56
জনপ্রিয় সংবাদ
























