রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জনস্বার্থে এবং যানজট নিরসনে রংপুর মহানগর এলাকায় সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করার আগে পুলিশের অনুমতি নেয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। পুলিশের এ উদ্যোগকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, গণঅধিকার পরিষদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধুবাদ জানালেও অনুমতির পরিবর্তে অবহিতকরণ শব্দের পক্ষে তারা। গত ৩ জুন মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয় যে কোনো রাজনৈতিক দল/সংগঠন অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করছে। এতে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি গ্রহণ এবং জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ১০৯ ধারা মোতাবেক এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দেশের প্রতিটি মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরণের বিজ্ঞপ্তি আছে। রংপুরেও আমরা এই বিজ্ঞপ্তিকে স্বাগত জানাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো কর্মসূচি করার আগে অবশ্যই পুলিশকে অবহিত করবো। তবে আইনগত হবে সবার জন্য সমান। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামুসুজ্জামাস সামু বলেন, রংপুর মহানগর বাসিকে যানজটের কবল থেকে মুক্ত রাখতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপ ভালো। অনুমতি নয়, গণতান্ত্রিক আন্দোলনের জন্য পুলিশকে অবহিত করা হলে শৃঙ্খলা ও নিরাপত্তা দিতে তাদের সুবিধা হবে। গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক হানিফ খান সজিব বলেন, দেশের সার্বিক আইনশৃঙখলা স্বাভাবিক রাখতে আইনশৃঙখলা বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। সেটার আমরা প্রশংসা করছি। তবে যৌক্তিক কোন বিষয়, জনগণ, দেশ ও রাষ্টের সাথে স¤পর্কিত যদি কোন বিষয় থাকে সে বিষয়ে সভা সমাবেশ মিছিল হবে। বিষয়টি তাদেরকে অবহিত করা দোষের কিছু নয়। তবে তাদের অনুমতির কোন দরকার নেই। অবহতি হয়ে আইনশৃঙখলা বাহিনী সার্বিক সহযোগিতা করবে এটা তাদের দায়িত্ব। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এমআর/সব
শিরোনাম
রংপুরে অনুমতি ছাড়া করা যাবে না সমাবেশ
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ।
- 140
জনপ্রিয় সংবাদ
























