পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে দুস্থ ও এতিমদের ঈদ সহায়তা দিয়েছে র্যাব-১৩। গত ৪ জুন
বুধবার সকালে রংপুর নগরীর উত্তম বসুনিয়া পাড়ায় মাহবুব হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও
লিল্লাহ বোর্ডিংয়ের ৫০ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও নতুন কাপড় সহায়তা করা হয়। র্যাব-১৩
এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত
ছিলেন র্যাব-১৩ এর উপ অধিনায়ক মেহেদী হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক বিলাল
হোসেন, সাধারণ স¤পাদক আশরাফুল আলম। র্যাব অধিনায়ক বলেন, ঈদ আনন্দের সুবাতাশ সবার
মধ্যে ছড়িয়ে দিতে তাদের এ আয়োজন। ঈদের আগে ঈদ পরবর্তী সময়ে মানুষের সার্বিক
নিরাপত্তায় নির্লসভাবে কাজ করছে র্যাব। ঈদ যাত্রায় উত্তরের সড়ক পথকে নিরাপদ করতে চেকপোস্ট টহল
চৌকি, মাদক বন্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানানো হয়।
শিরোনাম
রংপুরে ঈদে দুস্থ ও এতিমদের পাশে র্যাব
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- ।
- 92
জনপ্রিয় সংবাদ
























