নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা বিষ্ণুপুর গ্রামে তালের রস নামাতে গিয়ে গাছ থেকে পরে সুনীল (৪০) নামের এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। ৪জুন (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সুনীল উপজেলার কালনা বিষ্ণুপুর গ্রামের চৈতন্যর ছেলে। জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহর সৃষ্টি হয়। রাতেই স্ত্রীর উপর অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে কিছু দুরে পুকুর পাড়ে একটি তালের গাছে রস নামাতে উঠার সময় গাছ থেকে পিছলে নিচে বাসের খুঁটির উপর পরে যায়। এতে তার শরীরের বাম পাশের একটি হাড় ভেঙ্গে বাঁসের খুঁটিটি শরীরের ডান পাশ দিয়ে বেড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, ঘটনাটি শুনেছি এ ব্যাপারে কোন অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সব
শিরোনাম
নওগাঁয় গাছ থেকে পরে যুবকের মৃত্যু
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- ।
- 700
জনপ্রিয় সংবাদ
























