০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ঝিনাই নদীতে পাঁচ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী পার হতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৮ জুন) বিকেলের দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা রথখোলা এলাকায় নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (পাগলা সামাদ) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত সুনুরুদ্দিনের ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, সামাদ পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতরা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে রথখোলা ঘাটে ঝিনাই নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঝিনাই নদীতে পাঁচ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী পার হতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৮ জুন) বিকেলের দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা রথখোলা এলাকায় নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (পাগলা সামাদ) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত সুনুরুদ্দিনের ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, সামাদ পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতরা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে রথখোলা ঘাটে ঝিনাই নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।