০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমন কিছু করা যাবেনা, যা বিএনপির জনপ্রিয়তায় ধ্বস নামায়: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধ্বস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন। আর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। তবে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে, আইনের মাধ্যমেই তাকে প্রতিহত করা হবে—এটাই আমাদের পথ।
আল্লাহর রহমত এবং দেশের মানুষের অগাধ ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যাক্ত । তিনি বলেন, বাংলার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে এটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

রোববার ৮ জুন রবিবার দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
দুলারহাট থানা বিএনপি নেতা প্রভাষক জাহঙ্গীর হোসাইনের সঞ্চালনায় পথসভায় তিনি আশা প্রকাশ করে আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে। যুবদল সম্পাদক আরো বলেন, অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠিত হবে।

চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়ন বলেন, আপনারা আমাদের আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম সোহেল, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার দুলারহাট থানা বিএনপিনেতা হুমায়ুন কবির কমান্ডার, দুলারহাট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কমান্ডার ও দুলারহাট থানা যুবদলনেতা জহির মোল্লাসহ স্থানীয় অনেক নেতাকর্মী।

পথসভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন নদীভাঙন কবলিত চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট এলাকা পরিদর্শন করেন।

পরে তিনি শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে গিয়েও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জনপ্রিয় সংবাদ

এমন কিছু করা যাবেনা, যা বিএনপির জনপ্রিয়তায় ধ্বস নামায়: নুরুল ইসলাম নয়ন

আপডেট সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধ্বস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন। আর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। তবে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে, আইনের মাধ্যমেই তাকে প্রতিহত করা হবে—এটাই আমাদের পথ।
আল্লাহর রহমত এবং দেশের মানুষের অগাধ ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যাক্ত । তিনি বলেন, বাংলার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে এটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

রোববার ৮ জুন রবিবার দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
দুলারহাট থানা বিএনপি নেতা প্রভাষক জাহঙ্গীর হোসাইনের সঞ্চালনায় পথসভায় তিনি আশা প্রকাশ করে আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে। যুবদল সম্পাদক আরো বলেন, অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠিত হবে।

চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়ন বলেন, আপনারা আমাদের আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম সোহেল, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার দুলারহাট থানা বিএনপিনেতা হুমায়ুন কবির কমান্ডার, দুলারহাট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কমান্ডার ও দুলারহাট থানা যুবদলনেতা জহির মোল্লাসহ স্থানীয় অনেক নেতাকর্মী।

পথসভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন নদীভাঙন কবলিত চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট এলাকা পরিদর্শন করেন।

পরে তিনি শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে গিয়েও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।