০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন, আরেক ভাই গুরুতর

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার ডাকাতিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মঈনুদ্দিন ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্যার ছেলে। ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত বড় ভাই জামির হোসেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত মঈনুদ্দিনের ভাইপো সাগর হোসেনসহ প্রতিবেশীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে  মঈনুদ্দিনের সাথে চাচাতো ভাই আশিকুর রহমান আশিকের কথা কাটাকাটি শুরু হয়। এসময় আশিকের গালিগালাজের প্রতিবাদ করলে তিনি ক্ষুব্ধ হয়ে মঈনুদ্দিনের তলপেটে ছুরিকাঘাত করেন। ছোট ভাইকে রক্ষা করার বড় ভাই জামির এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়। পরিবারের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা নিয়ে গেলে চিকিৎসক মইনুউদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামিরকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মইনুউদ্দিন মারা যান।  অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই জামিরের অবস্থা আশঙ্কাজনক।
সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ছুরিকাহত জামিরের লাঞ্চে আঘাত লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আশিকের ছুরিকাঘাতে মঈনুদ্দিন খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। ঘটনার পর থেকে আশিক পলাতক। তাকে গ্রেফতার করতে  অভিযান চলছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন, আরেক ভাই গুরুতর

আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার ডাকাতিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মঈনুদ্দিন ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্যার ছেলে। ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত বড় ভাই জামির হোসেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত মঈনুদ্দিনের ভাইপো সাগর হোসেনসহ প্রতিবেশীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে  মঈনুদ্দিনের সাথে চাচাতো ভাই আশিকুর রহমান আশিকের কথা কাটাকাটি শুরু হয়। এসময় আশিকের গালিগালাজের প্রতিবাদ করলে তিনি ক্ষুব্ধ হয়ে মঈনুদ্দিনের তলপেটে ছুরিকাঘাত করেন। ছোট ভাইকে রক্ষা করার বড় ভাই জামির এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়। পরিবারের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা নিয়ে গেলে চিকিৎসক মইনুউদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামিরকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মইনুউদ্দিন মারা যান।  অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই জামিরের অবস্থা আশঙ্কাজনক।
সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ছুরিকাহত জামিরের লাঞ্চে আঘাত লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আশিকের ছুরিকাঘাতে মঈনুদ্দিন খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। ঘটনার পর থেকে আশিক পলাতক। তাকে গ্রেফতার করতে  অভিযান চলছে।