বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে চাঁদাবাজির অভিযোগ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন,“দলের নাম ভাঙিয়ে কেউ যদি ব্যক্তিস্বার্থে চাঁদাবাজিতে জড়ায়,তবে তাকে পুলিশের হাতে তুলে দিন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগ দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (১২জুন) বিকাল ৪টায় ৭নং মুশুলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয় এই সম্মেলন। উন্মুক্ত মঞ্চ,দলীয় ব্যানার, নেতা-কর্মীদের স্লোগান আর বড় পরিসরের অংশগ্রহণে মুশুলী ইউনিয়নের এই কর্মী সম্মেলনটি রূপ নেয় এক রাজনৈতিক সমাবেশে।এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুশুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ফুরকান উদ্দিন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেন,“নান্দাইলে বিএনপির নেতৃত্বের দায়িত্ব কেন্দ্র আমাকে দিয়েছে।সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ মুশুলী ইউনিয়নে প্রথম কর্মী সম্মেলনের আয়োজন করেছি।এটি শুধু সম্মেলন নয়—এটি নান্দাইলে বিএনপির নতুন সংগঠনের সূচনা।” তিনি বলেন,“আমার সঙ্গে নান্দাইলের ৯৫ ভাগ নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রয়েছেন। বাকি ৫ শতাংশ সুযোগসন্ধানী গোষ্ঠী নিষ্ক্রিয়ভাবে ঘুরছে। কিছু সুবিধাবাদী দলের নাম ব্যবহার করে, চাঁদাবাজী, দালালী, বিভিন্ন অপকর্ম করে, এদের কে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের প্রতি আমার আহ্বান—এদের ধরুন,পুলিশের হাতে তুলে দিন।”
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির (প্রধান বক্তা), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক মুমিন হোসেন মাস্টার, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, উপজেলা বিএনপির সদস্য মো. আবু তাহের মিয়া, মাওলানা আবুল হাশেম, মো. রফিকুল ইসলাম, মো. খোকন পাঠান, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, এম. এ আলমগীর এবং মুশুলী ইউনিয়ন বিএনপি নেতা রুকুনুজ্জামান প্রমুখ।
এমআর/সব
শিরোনাম
‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন’
-
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ।
- 367
জনপ্রিয় সংবাদ
























