নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লার মা সাফিয়া খাতুন (৯৮) শনিবার (১৪ জুন) ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজা উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে তার নিজ বাড়িতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এলাকার কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
























