লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১ অটোবর রবিবার বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন ।
বঙ্গমাতা(মেয়ে) ফুটবল ফাইনালে পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে আদিতমারী উপজেলার কমলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গবন্ধু(ছেলে) ফাইনাল খেলায় সদর উপজেলার ধাইরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় ছিচারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়।
নিধারিত সময়ে খেলাটি ১-১গোলে ড্র থাকে।পরে টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। এতে সব্বোচ গোলদাতা নিবাচিত হন সদর উপজেলা দলের ইলিয়াস ও সেরা খেলোয়াড় নিবাচিত হন একই দলের ফাহিম।বঙ্গমাতা খেলায় পাটগ্রাম দলের মৌ সব্বোচ গোলদাতা ও একই দলের লামিসা সেরা খেলোয়াড় নিবাচিত হন। প্রতিযোগিতায় ৫ উপজেলার বঙ্গবন্ধু(ছেলে) ৫টি ও বঙ্গমাতা(মেয়ে)৫টি সহ ১০টি দল অংশ নেয়।


























