নীলফামারীতে টানা গত কয়েকদিনের তীব্র গরমে অসুস্থ্য হচ্ছে মানুষ। বেশী অসুস্থ্য হচ্ছে শিশু ও বৃদ্ধারা। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, পানি বসন্ত, এলার্জি বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খেটে খাওয়া শ্রমজীবীরা প্রচন্ড তাপের কারনে কাজে বের হতে পারছেন না। কাজে যেতে না পেরে পরিবার নিয়ে দুর্ভোগে পরেছেন শ্রমজীবীরা। যদিও কেউ পরিবারের অভাব মেটাতে কাজের জন্য বাহিরে যান, কিন্তু তাপের কারনে অসুস্থ্য হয়ে পরছেন।
গতকাল রবিবার নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.০ ডিগ্রী সেলসিয়াস।
সদরের হাড়োয়া গ্রামের শ্রমিক শাহ্ আলমের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ১৫ জন শ্রমিক মিলে একটি দল আছে। আমরা দীর্ঘদিন থেকে ইপিজেডের জুট লোড আনলোড কাজ করি। কিন্তু এবারের প্রচন্ড রোদের তাপে বেশ কিছুদিন থেকে কাজ করতে বাহিরে যেতে পারিনা। তবে একদিন গিয়েছিলাম কাজে,পরের দিন আর যেতে পারিনী। শরীর অসুস্থ হয়ে পরেছে, হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখনও সুস্থ্য হইনি। আমরা পরিবার নিয়ে বেকায়দায় আছি। গরম না কমা পর্যন্ত কাজে যাওয়া মুশকিল।
এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের ডা: আব্দুল আউয়াল এর সাথে কথা হলে তিনি বলেন, কয়েকদিনের টানা গরমে শিশু বৃদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ অসুস্থ্য হচ্ছে। এ মুহুর্তে সকলের উচিৎ প্রয়োজন ছাড়া গরমে বাহির না হওয়া। ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেওয়া।
এমআর/সব
শিরোনাম
নীলফামারীতে তীব্র গরম ও দাবদাহে বিপর্যস্ত জনজীবন
-
নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- ।
- 281
জনপ্রিয় সংবাদ
























