কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাশেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রাশেদ বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইবির এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।


























