১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রামু সড়কে নিহত তরুণীর লাল শাড়ি পড়া হলো না

৬ জুলাই ছিল বিয়ে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায জীবন প্রদীপ নিবে গেলো কক্সবাজারের রামু
উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের রিমঝিম বড়ুয়া নামে এক তরুণীর।আজ সোমবার সকাল ৭টায়
চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের পানিরছড়া এলাকায় পূরবী পরিবহন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে
ঘটনাস্থলে নিহত হন রিমঝিম বড়ুয়ানসহ আরও দুজন। দুর্ঘটনায় নিহত অপর দুইজন হলো সদর
উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব পাতলী গ্রামের ব্যবসায়ী হাবিব উল্লাহ ও তার ছেলে
রিয়াদ। জানা গেছে, চলতি বছরের ৬ জুলাই নির্ধারিত ছিল তার (রিমঝিম) বিয়ে। কিন্তু বিয়ের লাল
শাড়ি পড়ার আগেই রক্তে লাল হয়ে হাসপাতালের মর্গে যেতো হলো তাকে। এদিকে রিমঝিমের
মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বজনরা আবেগঘন স্ট্যাটার্স দিয়ে লিখেন,
লাল শাড়িত তোকে দেখা হলোনা, ওপারে ভালো থাকিস বোন।

জনপ্রিয় সংবাদ

রামু সড়কে নিহত তরুণীর লাল শাড়ি পড়া হলো না

আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

৬ জুলাই ছিল বিয়ে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায জীবন প্রদীপ নিবে গেলো কক্সবাজারের রামু
উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের রিমঝিম বড়ুয়া নামে এক তরুণীর।আজ সোমবার সকাল ৭টায়
চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের পানিরছড়া এলাকায় পূরবী পরিবহন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে
ঘটনাস্থলে নিহত হন রিমঝিম বড়ুয়ানসহ আরও দুজন। দুর্ঘটনায় নিহত অপর দুইজন হলো সদর
উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব পাতলী গ্রামের ব্যবসায়ী হাবিব উল্লাহ ও তার ছেলে
রিয়াদ। জানা গেছে, চলতি বছরের ৬ জুলাই নির্ধারিত ছিল তার (রিমঝিম) বিয়ে। কিন্তু বিয়ের লাল
শাড়ি পড়ার আগেই রক্তে লাল হয়ে হাসপাতালের মর্গে যেতো হলো তাকে। এদিকে রিমঝিমের
মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বজনরা আবেগঘন স্ট্যাটার্স দিয়ে লিখেন,
লাল শাড়িত তোকে দেখা হলোনা, ওপারে ভালো থাকিস বোন।