নগরীর ব্যস্ত সড়কে চলাচল করা একটি ব্যতিক্রমী রিকশা সবার নজর কেড়েছে। চারদিকে সবুজ
ঘাস, রঙ–বেরঙের ফুল, পাখির বাসা আর সাজসজ্জায় পূর্ণ রিকশাটির নাম ‘পঙ্খিরাজ’। দুই সিটের
রিকশাটিতে সিটের পাশে রয়েছে আরামদায়ক হাতল। চালকের আসনটিও অন্যরকম। গান শোনার
জন্য রয়েছে সাউন্ড সিস্টেম। রিকশাটির মালিক মোহাম্মদ ইলিয়াস। প্রায় ৯০ হাজার টাকা ব্যয়ে
কুমিল্লা থেকে তৈরি করে আনা হয়েছে রিকশাটি। ব্যাটারি রিকশার চলাচল নগরীতে নিষিদ্ধ হলেও
এই রিকশাটিতে সবার আগ্রহ দেখা যাচ্ছে। ইলিয়াস জানান, শুধু যাত্রী পরিবহনের জন্য নয়,
সচেতনতার বার্তা ছড়ানোর উদ্দেশ্যেই তিনি রিকশাটি সাজিয়েছেন। তার কথায়, ‘মানুষ যদি রাস্তায়
নেমে সবুজের ঘ্রাণ পায়, পাখির কিচিরমিচির শুনতে পায়, তাহলে মন ভালো থাকবে। পরিবেশের
গুরুত্বটাও টের পাবে। রিকশাটির ছাদজুড়ে আছে কৃত্রিম লতাপাতা ও ফুলের তোড়া। মাথার পাশে
ঝুলছে পাখির বাসা। আছে কৃত্রিম ঘাস, ফুলের টব। যেন একটি চলন্ত বাগান। সামনে–পেছনে হয়েছে
দৃষ্টিনন্দন ডেকোরেশন। যাত্রীরা রিকশাটিতে চড়ে মুগ্ধ হন। নগরীর সদরঘাট এলাকায় গতকাল
রিকশাটির দেখা মিলে। ইলিয়াস বলেন, দিন শেষে যদি দুইটা মানুষও পরিবেশ নিয়ে ভাবতে শেখে,
সেটাই আমার সার্থকতা। সাধারণ যাত্রীরাও রিকশাটিতে চড়তে পেরে খুশি। অনেকেই ছবি তোলেন,
ভিডিও করেন। শিশুরাও রিকশাটি নিয়ে উচ্ছ্বসিত হয়, কৌতূহল নিয়ে দেখে। এক যাত্রী বললেন,
বর্তমান সময়ে অধিকাংশ মানুষ প্রযুক্তি আর গতির পেছনে ছুটছে। সেখানে মোহাম্মদ ইলিয়াসের
এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সচেতনতা ছড়ানো ও পরিবেশবান্ধব বার্তা পৌঁছাতে ‘পঙ্খিরাজ’
একটি উদাহরণ। মোহাম্মদ ইলিয়াসের বাড়ি কুমিল্লায়। গত ৫ জানুয়ারি থেকে তিনি পরিবার পরিজন
নিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন। বর্তমানে তিনি স্ত্রী এবং তিন পুত্র নিয়ে ময়দার মিল
এলাকায় একটি ভাড়া ঘরে থাকেন।
শিরোনাম
চট্টগ্রাম নগরীর সড়কে পঙ্খিরাজ
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- ।
- 115
জনপ্রিয় সংবাদ
























