০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬

কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ৬জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা আর্মি ক্যাম্পের অধীন ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ জব্দ করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ লিটার স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ছোলাই মদ জব্দ করা হয় এবং ছয়জনকে প্রাথমিকভাবে আটক করা হয়, যারা মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আটককৃতদের ও জব্দকৃত মদ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ মদ ধ্বংস এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬

আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ৬জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা আর্মি ক্যাম্পের অধীন ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ জব্দ করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ লিটার স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ছোলাই মদ জব্দ করা হয় এবং ছয়জনকে প্রাথমিকভাবে আটক করা হয়, যারা মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আটককৃতদের ও জব্দকৃত মদ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ মদ ধ্বংস এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এমআর/সব